<p>ঠাকুরগাঁওয়ে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি)।</p> <p>গতকাল রবিবার (৫ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ছাড়াও একই এলাকায় সাধারণ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। কনকনে শীতে ঠাণ্ডা নিবারণে শীতবস্ত্র ও সেই সঙ্গে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে বেশ আনন্দিত উপকারভোগীরা।</p> <p>কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ এবং ভেটেনারি ক্যাম্পেইন চলমান রয়েছে। আগামীতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।</p> <p>এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>