<p>ঢাকার কেরানীগঞ্জের শীত নিবারণের জন্য রাতের বেলায় উপজেলার বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুর, ফুটপাতে বসবাসকারী, ভ্যানচালক ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।</p> <p>শুক্রবার (৩ জানুয়ারি) শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, কাঁচাবাজার, ফেরিঘাট ও খেয়াঘাট এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।</p> <p>জানা যায়, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত দিনমজুর কাজের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসেছে। সারা দিন কাজ শেষে তারা বিভিন্ন রাস্তা, অফিস ও মার্কেটের বারান্দায় উন্মুক্ত স্থানে রাত্রীযাপন করেন।</p> <p>শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া শুক্রবার রাতে কম্বল নিয়ে হাজির হন তাদের কাছে। তারা উপজেলার বিভিন্ন এলাকায় উন্মুক্ত স্থানে শুয়ে থাকা প্রায় শতাধিক দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।</p> <p>এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, শীতার্ত মানুষের জন্য সরকার থেকে যে বরাদ্দ আছে সেগুলোই আমরা বিতরণ করছি ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে। আমরা আরো বিতরণ করব। উপজেলার জন্য যেটা বরাদ্দ আছে সেটা আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলে আমরা ব্যাপক আকারে দিতে পারব। শীতার্তদের কম্বল দিতে পেরে মনে অনেক স্বস্তি পেয়েছি। এই মানবিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হবে। </p>