<p style="text-align:justify">সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।</p> <p style="text-align:justify">জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে চিনি, পোস্তদানা, মহিষ, গরু, মাদক, রসুন ও শিং মাছ।</p> <p style="text-align:justify">বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে অবৈধপথে আনা চোরাই চিনি, পোস্তদানা, মহিষ, গরু ও মাদক জব্দ করা হয়।</p> <p style="text-align:justify">পাশাপাশি ভারতে পাচারের জন্য আনা রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এসব চোরাইপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা।</p> <p style="text-align:justify">এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্য বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p style="text-align:justify">এর আগে, গত রবিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিজিবি ৪৮ ব্যাটলিয়নের অভিযানে ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর ও শিং মাছ জব্দ করা হয়।</p>