<p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাসার (ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশন) যৌথ উদ্যোগে এবং আইডা ফাউন্ডেশনের সহযোগিতায় বছরব্যাপী ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।</p> <p style="text-align:justify">সোমবার (৬ জানুয়ারি) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রদের মাঝে ২২৫টি গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি টানা হয়।</p> <p style="text-align:justify">এ সময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, সহকারী শিক্ষক আরাফাত আহম্মদ উপস্থিত থেকে ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করেন।</p> <p style="text-align:justify">এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আইডা ফাউন্ডেশনে অন্যতম প্রতিনিধি খন্দকার নাসরিন হাসান এবং রওশন আরা। গাছের চারা রোপণ এবং এর উপকারিতা নিয়ে আলোচনা করেন নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জান সোহেল।</p> <p style="text-align:justify">এর আগে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী কালেক্টরেট স্কুল, একটি মাদরাসাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে সহস্রাধিক ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।</p>