<p>কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার কলমিয়ায় মাইন উদ্দিন নামের একজন প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।  ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।</p> <p>ভুত্তভোগী মাইন উদ্দিন একজন বাহরাইন প্রবাসী। তিনি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পেয়ার আহমেদের ছেলে। শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তার শ্যালক সাদ্দাম।</p> <p>ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক সাহাবুল বলেন, ‘খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি এলাকাবাসী ডাকাত সন্দেহে চোখবাঁধা অবস্থায় দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে রবিউল হাছান (৫০) ও ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের আবিদ আলীর ছেলে রওশন আলী (৫২)।’</p> <p>প্রাইভেট কার চালক নাজমুল হাসান বলেন, ‘প্রবাসী ও তার শ্যালককে নিয়ে বাড়ি যাওয়ার সময় শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কলমিয়া পৌঁছলে দেখি সড়কে গাছ ফেলে রাখা হয়েছে। ডাকাত আতঙ্কে আমি গাড়ি পেছনে নিয়ে যেতে গেলে দুপাশ থেকে ৮/৯ ডাকাত গাড়িতে আক্রমণ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রবাসীর সব মালামাল ও আমার মোবাইল নিয়ে যায়।’ </p> <p>তিনি আরো বলেন, ‘ডাকাতরা গাড়ি ছেড়ে দিলে একটু দক্ষিণে গিয়ে আমরা চিৎকার করি। এরপর আশপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। গ্রামবাসীসহ আমরা দুজন ব্যক্তিকে সড়কের পাশের জমি থেকে আটক করে পুলিশে সোপর্দ করি। তাদের কাছে নগদ ৬ হাজার টাকা ও ৩টি মোবাইল পাওয়া গেছে।’</p> <p>বাহরাইন প্রবাসী মাইনুদ্দীন বলেন, ‘স্ত্রী-সন্তানদের জন্য আনা সব মালামাল ডাকাতরা নিয়ে গেছে। বিদেশে গিয়ে পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা আমরা দেশে পাঠাই। আমরা রেমিট্যান্স যোদ্ধারা দেশে ফিরলে নিরাপত্তা পাই না। আমি উপদেষ্টাদের কাছে বিচার চাই। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার চাই।’</p> <p>ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের থানায় প্রেরণ করা হয়েছে। ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’</p>