<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সৌদিপ্রবাসী অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। অনিক কুমিল্লার কোতোয়ালি থানার ধনুয়াখোলা দীঘির পশ্চিমপারের আব্দুল আজিজের ছেলে। পাশাপাশি অনিককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অনিকের চাচাতো ভাই মাসুদ ওরফে রুবেলকে খালাস দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মু. আবদুল নূর ভূঁঞা (বাবলু) এই তথ্য নিশ্চিত করেন। এদিন অনিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত সাজা পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম গমনকালে অনিককে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাদুল ইসলাম ছালাম দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।</span></span></span></span></span></p>