<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৫৮৮ জনকে বিএসএফ হত্যা করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। এ সময় আহত হয়েছে ৭৭৩ জন বাংলাদেশি নাগরিক। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে ২০০৯ সালে। ওই বছর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হতাহতের শিকার হয় ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৯৮ জনকে হত্যা করা হয়েছে। আর ৭৭ জন আহত হয়েছে। এ ছাড়া ২০১০ সালে ৭৪, ২০১১ সালে ৩১, ২০১২ সালে ৩৮, ২০১৩ সালে ২৯, ২০১৪ সালে ৩৫, ২০১৫ সালে ৪৪, ২০১৬ সালে ২৯, ২০১৭ সালে ২৫, ২০১৮ সালে ১১, ২০১৯ সালে ৪১, ২০২০ সালে ৫১, ২০২১ সালে ১৭, ২০২২ সালে ১৮, ২০২৩ সালে ২৮ জন এবং ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ১৯ জনকে হত্যা করেছে বিএসএফ। </span></span></span></span></span></p>