<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানে গত ডিসেম্বর মাসে দুই হাজার ৮১৬টি মামলা হয়েছে। এতে ৫৪ লাখ ৬১ হাজার ২৮০ টাকা জরিমানা আদায়, ১১ জনকে কারাদণ্ড ও ১৪টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট রুট ভায়োলেশন, কালো ধোঁয়া, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে সারা দেশে দুই হাজার ৮১৬টি মামলায় ৫৪ লাখ ৬১ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে দালালবিরোধী অভিযানে ১১ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ১৪টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>