<p>অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। </p> <p>মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেঁচে থাকা তিন পর্যটক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়ছে ২৯০০ একরের বেশি এলাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736307889-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়ছে ২৯০০ একরের বেশি এলাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/08/1466354" target="_blank"> </a></div> </div> <p>ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।’ রাজ্যের পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>