<p>যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল। পরিস্থিতি বিবেচনায় লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।</p> <p> কারণ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১০ একর থেকে ২৯০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া ১৩ হাজার ভবন ঝুঁকির মধ্যে রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736236607-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/07/1466010" target="_blank"> </a></div> </div> <p>দাবানলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি রেখেই চলে যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।</p> <p>লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়।’ ক্যালিফোর্নিয়ায় লাখ লাখ মানুষ রেড অ্যালার্টের অধীনে রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম বিপদ রয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, দাবানল আরো বিস্তৃত হতে পারে এবং রাতে এটি আরও তীব্র হতে পারে।</p> <p>সূত্র : বিবিসি</p>