<p>যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল। পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।</p> <p>লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলিতে গত মঙ্গলবার এই দাবানল শুরু হয়। বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি শুরু করে। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকার এক হাজার ২৬০ একর জায়গাজুড়ে দাবানল ছড়িয়েছে। সূত্র : এএফপি, বিবিসি</p> <p> </p>