<p>মানুষে ঠাসা অভিবাসীদের নৌকাটি আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আসছিল, পথেই ফুটফুটে শিশুটির জন্ম হয়। স্প্যানিশ উপকূলরক্ষীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। শিশুটির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। নবজাতকসহ মা এবং আরো অনেক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  </p> <p>গত ৬ জানুয়ারি ল্যানজারোট দ্বীপে প্রথম অভিবাসী বোঝাই নৌকাটি দেখা যায়। উদ্ধারকারীদের ধারণা, শিশুটির জন্মের পরপরই তারা রাবারের তৈরি ছোট নৌকাটির খোঁজ পেয়েছিলেন। অভিবাসীদের ভিড়ের মধ্যে জন্ম নেওয়া ওই নবজাতকটি ছেলেশিশু। </p> <p>উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন বলেন, ‘আমরা জানতাম নৌকায় একজন গর্ভবতী নারী আছেন, তবে শিশুটিকে পেয়ে অবাক হয়েছি। শিশুটি মাত্র ১০, ১৫ বা ২০ মিনিট আগে জন্মগ্রহণ করেছিল।’</p> <p>ক্যাপ্টেন ডোমিঙ্গো ট্রুজিলো জানান, যখন তারা সেখানে পৌঁছান, তখন মা নৌকায় ভিড়ের মধ্যে শুয়ে ছিলেন এবং শিশুটিকে অন্য একজন যাত্রী ধরে রেখেছিলেন। চিকিৎসকের পরামর্শে শিশু এবং মাকে হেলিকপ্টারে করে ল্যানজারোটের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো জটিলতার পাওয়া যায়নি।</p> <p>আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্র পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক। স্প্যানিশ সরকারের তথ্য অনুসারে, গত বছর ৪৬ হাজার ৮০০ জনেরও বেশি অবৈধ অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছানোর জন্য এই পথটি ব্যবহার করেছিলেন।</p> <p>সূত্র : বিবিসি</p>