<p style="text-align:justify">ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘আমি কখনোই রাজনীতি করিনি। গত নির্বাচনের ৯ মাস আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বলে আসি নির্বাচন করব না। নির্বাচন বিভাজন, অনৈক্য সৃষ্টি করে।’</p> <p style="text-align:justify">বুধবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানার রউফ হত্যা মামলায় রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">সফিউল ইসলাম বলেন, ‘আমি ছয়বার বিজিএমইএর সভাপতি, একবার এফবিসিসিআইয়ের সভাপতি ছিলাম। পলিসি মেকিং থেকে শুরু করে দেশের ইকোনমিকসের উন্নয়নে কাজ করেছি। দুর্নীতির লাগাম না ধরতে পারায় সুফল আসেনি।’</p> <p style="text-align:justify">ভোটের সংখ্যা নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আমি, বিএনপির ক্যান্ডিডেটসহ ৬ জন ছিলাম। আমরা একটা ব্যতিক্রম নির্বাচন করার কথা বলেছি। ৬ ক্যান্ডিডেট নির্বাচন কমিশনে গিয়ে মিটিং করেছি। ৬টি স্থানে মিছিল-মিটিং না করার সিদ্ধান্ত নিই। আমি ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হই। কেউ একজন বলেছিল সংখ্যাটা বাড়িয়ে দিই। আমি বলেছি না। যা পেয়েছি সেটাই হবে।’</p> <p style="text-align:justify">আদালতে আসার অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনে কিন্তু সবাই অংশ নিয়েছিল, নির্বাচন করেছিল। আমার নির্বাচনী এলাকা ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুরে কারো বাড়ি দখল করিনি, প্রতিবেশী কাউকে কষ্ট দিইনি। আমার নির্বাচনী এলাকায় কেউ আমার বিরুদ্ধে কিছু বলবে না। সকলকে এক পাল্লায় মাপলে যে আইনের শাসনের কথা বলা হচ্ছে তা ব্যাহত হবে।’</p>