<p style="text-align:justify">সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড। যেখানে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে!</p> <p style="text-align:justify">যদিও এ প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।</p> <p style="text-align:justify">এমন আলোচনার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল সরকারকে আহ্বান জানিয়েছেন, সমন্বয়কদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে।</p> <p style="text-align:justify">বুধবার (৮ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।</p> <p style="text-align:justify">আরিফ সোহেল বলেন, ‘সরকারের উচিত দুদক মারফত আমাদের সম্পদের বিবরণ চাওয়া; যা জনগণের কাছে উন্মুক্ত করা হবে।’</p>