<p style="text-align:justify">নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে আজ এক অনন্য আয়োজনের সূচনা হলো। যেখানে সূর্যোদয়ের আলো ছড়াতে শুরু করেছিল নতুন আশার রশ্মি, সেখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন পাঠ্যবই। যেন বইয়ের পাতা নয়, বরং ভবিষ্যতের স্বপ্নের সোপান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আজকের নামাজের সময়সূচি, ৫ জানুয়ারি ২০২৪" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736064032-a3cc4624155c96a96b73dd7515cdd19a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আজকের নামাজের সময়সূচি, ৫ জানুয়ারি ২০২৪</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2025/01/05/1465178" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এদিনটি ছিল শিক্ষার উজ্জ্বল শিখরে ওঠার শুরু, এক নতুন অধ্যায়ের উন্মোচন, যেখানে প্রতিটি ছাত্র-ছাত্রী হাতে পেল তার আগামীর পথচলার একটি নতুন দিশারী। স্কুলের প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত, উদ্দীপনায় ভরা, যেন সেখানে নবজন্মের উৎসব চলছে। </p> <p style="text-align:justify">শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশে মূর্ত হয়ে উঠেছিল শিক্ষার প্রতি এক নতুন অধ্যবসায়, এক নতুন প্রত্যাশা।</p> <p style="text-align:justify">আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">বই বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু বলেন, "এটি শুধু নতুন বই বিতরণের অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিশ্রুতি, যা আমাদের শিক্ষার উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="খুলেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, প্রবেশ করছে গাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736063977-46b110304fd07bb5431f41bbfafe760b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">খুলেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, প্রবেশ করছে গাড়ি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465176" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বই যেন এক নতুন আকাশের দিগন্ত, যেখানে আমাদের শিক্ষার্থীরা সঠিক পথের সন্ধান পাবে। শিক্ষা শুধু তথ্যের আদান-প্রদান নয়, এটি জীবনের প্রতি একটি দৃষ্টিভঙ্গি, যা সৃষ্টিশীলতা, মানবিকতা এবং দায়িত্ববোধকে ধারণ করে।"</p>