<p>দীর্ঘ ১৪ বছর প্রেমের পর অবশেষে মালয়েশিয়া তরুণী সিটি হাসনার (৩২) সঙ্গে নাটোরের যুবক আনিছ রহমানের (৪২) বিয়ে সম্পন্ন হয়েছে।</p> <p>আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে নোটারী পাবলিক ও কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। নাটোর আদালতে ১২টার সময় নোটারী পাবলিক অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন এর মাধ্যমে আইনি এবং পরে মুসলিম বিবাহ রীতি অনুযায়ী বিবাহ কার্য সম্পন্ন করা হয়। এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ার ওই তরুণী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736064965-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465184" target="_blank"> </a></div> </div> <p>আনিছ রহমান (৪২) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে। এবং সিটি হাসনা (৩২) মালয়েশিয়া একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।</p> <p>পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিছ রহমানের সঙ্গে মালয়েশিয়া তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্য গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিছ মালয়েশিয়ায় যেতেন। অবশেষে গতকাল শনিবার সকালে ওই মালয়েশিয়া তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। রবিবার নাটোর আদালতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736064503-501bcb16d4f885d3b0ddb4f3d5d4b112.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2025/01/05/1465180" target="_blank"> </a></div> </div> <p>৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। আজ রবিবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তাদের দুজনের জন্য শুভকামনা ও দোয়া রইলো।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736051352-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465136" target="_blank"> </a></div> </div> <p>আনিছ রহমান বলেন, ‘১৪ বছরের প্রেমের সম্পর্ক আমাদের। আজ পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। আল্লাহপাকের কাছে শুকরিয়া। আমরা দুজনে অনেক আনন্দিত, দীর্ঘ অনেক সময়ের পর আমাদের প্রেম স্বার্থক হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যাদের মানহানির মামলার জন্য প্রস্তুত হতে বললেন সোহেল তাজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736059132-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যাদের মানহানির মামলার জন্য প্রস্তুত হতে বললেন সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465161" target="_blank"> </a></div> </div>