<p style="text-align:justify">গাজীপুরের কালিয়াকৈরে দুই দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা। সার্ভিস রোড ব্যবহার, মামলা না দেওয়াসহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। </p> <p style="text-align:justify">এদিকে সড়ক অবরোধের ফলে ওই স্থানের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।</p> <p style="text-align:justify">অটোরিকশাচালক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিনই শত শত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে থাকে। এ জন্য বৃহস্পতিবার দুপুরে দুই শতাধিক অটোরিকশার চালক মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। </p> <p style="text-align:justify">তাদের দাবি, হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবে না। মামলা দিলেও কমপক্ষে ১ মাস পর্যন্ত তাদের সড়কে চলাচল করতে দিতে হবে। এছাড়া সড়কের সার্ভিস রোড মামলা ছাড়াই তাদের ব্যবহার করতে দিতে হবে। এসব দাবিতে অটোরিকশা চালকরা দুপুর ২ টা থেকে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে সন্ধ্যা ৬টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।</p> <p style="text-align:justify">অটোরিকশা চালক দুলাল মিয়া বলেন, কথায় কথায় আমাদের অটোরিকশা আটকিয়ে মামলা দেয় হাইওয়ে পুলিশ। আগে মামলা দিলে এক সপ্তাহ সময় দিত। কিন্তু এখন মামলা দেওয়ার এক ঘণ্টা পরও আবার আটকিয়ে মামলা দিয়ে থাকে। </p> <p style="text-align:justify">নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইজ উদ্দিন বলেন, সড়কে অটোরিকশা চলাচল করতে না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধ্যায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।</p> <p style="text-align:justify">এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) সড়কে যানচলাচল বন্ধ ছিল।</p>