<p style="text-align:justify">রাজধানীর খিলগাঁওয়ের অটোরিকশা থামিয়ে যাত্রীদের কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে গোড়ান আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো: কাজল আহামেদ (৪৮) নামে ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। </p> <p style="text-align:justify">এ সময় সঙ্গে থাকা ভুক্তভোগীর ভাগ্নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্নি জানান, স্বামী রাফসান, মা, রিনা বেগম ও মামা কাজল আহামেদকে নিয়ে তারা রায়সাহেব বাজার এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে খিলগাঁও গোড়ান টেম্পু স্টেশন এলাকার বাসায় ফিরছিলেন। সকাল ৬টার দিকে গোড়ান আদর্শ পাড়া এলাকায় একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী তাদের জিম্মি করে দুটি আইফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। </p> <p style="text-align:justify">তন্নি আরো বলেন, ছিনতাইকারীরা মামা কাজল আহমেদকে উরু ও হাতে কুপিয়ে অটোরিকশার চাবি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় মামাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি। </p> <p style="text-align:justify">আহত কাজল আহমেদ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নুর আহমেদ এর ছেলে। খিলগাঁও বাজারে তার দোকান রয়েছে। </p>