<p>রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ১১টি মামলার আসামি পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সাইদুলকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে তেজগাঁওয়ের ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাই ও বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইদুলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। সে দুটি মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি।</p>