<p>নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নাদিম (২৩) ও রুবেল (২৪) নামের দুজন মারা গেছেন। রবিবার (৫ জানুয়ারি) নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন।</p> <p>নাদিম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সিয়ানি মধ্যপাড়া এলাকার মঞ্জুরের ছেলে এবং রুবেল একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে আহত সামসুদ্দিন একই এলাকার মৃত সাবের প্রাংয়ের ছেলে।</p> <p>সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, রবিবার বিকালে নাদিম, রুবেল ও সামছুদ্দিন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। নাটোর-বগুড়া মহাসড়কে নিংগইন এলাকায় ওভারটেক করার সময় একটি পিকআপের নিচে চাপা পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।</p>