<p style="text-align:justify">চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।</p> <p style="text-align:justify">আজ রবিবার সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে একশজনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, 'লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই'।</p> <p style="text-align:justify">৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।</p>