আগামী ১২ জানুয়ারির মধ্যে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি ট্রেনিং থেকে অব্যাহতি পাওয়া উপপরিদর্শকরা (এসআই)। গতকাল সোমবার দুপুর দেড়টায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করে এই হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে তাঁদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে দেখা করে দাবি আদায়ের বিষয়ে কথা বলেন। তখন সচিব আন্দোলনকারীদের কাছ থেকে সময় চেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
পরে প্রতিনিধিদল বাইরে এসে দাবি পূরণে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন।
অব্যাহতি পাওয়া এসআই মো. রাফি বলেন, ‘৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ট্রেনিং থেকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে ৩২১ জন সাব-ইন্সপেক্টরকে অব্যাহতি প্রদানের প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্যার আমাদের সব কথা শুনে বলেছেন, আমাদের বিষয়ে এত দিন তিনি ভ্রান্ত ধারণা করেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করবেন।
’