<p>দিনাজপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই পাতা খেলা দেখে খুশি উপস্থিত দর্শকরা।</p> <p>রবিবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের কিষাণ বাজার চকদেওতৈড় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই খেলা।</p> <p>আয়োজক কমিটি সূত্র জানায়, পাঁচজন তান্ত্রিক এই পাতা খেলায় অংশ নেন। প্রায় ১০ হাজার লোকের উপস্থিতিতে চারটি সাপ পাতা হিসেবে মাঠে ছেড়ে দেওয়া হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠজুড়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখের পড়ার মতো।</p> <p>খেলায় নিজ নিজ দক্ষতা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন তান্ত্রিকরা। খেলায় প্রথম হয়ে মোবাইল ফোন জিতে নেন সদর উপজেলার পার দিঘন গ্রামের দুলাল তান্ত্রিক। দ্বিতীয় স্থান অধিকারী তান্ত্রিকে দেওয়া হয় একটি হাঁস।</p> <p>খেলায় প্রথম স্থান অধিকারী দুলাল তান্ত্রিক বলেন, এই খেলা আসলে মনসা পূজার পরপরই হয়ে থাকে। এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্য। কয়েকজন মিলে সাপ পাতা টেনে নেওয়া হয় মন্ত্র বলে। এখানে বিজয়ি হলে পুরস্কৃত করা হয়।</p> <p>আয়োজক কমিটির প্রধান আবু সাঈদ বলেন, তিন দিনব্যাপী বিভিন্ন খেলার আয়োজন করেছি। আজ শেষ দিনে সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হল। এখানে বিজয়ি হওয়াটাই বড় কথা। এখানে তান্ত্রিকের মন্ত্রের শক্তি পরীক্ষা করা হয়। এলাকার মানুষ আনন্দ পায়। সাপ দিয়ে পাতা খেরা দেখতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।</p>