<p>কক্সবাজারের চকরিয়া-লামার সীমান্তবর্তী এলাকায় ধান ক্ষেতে পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। </p> <p>গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে চকরিয়া-লামার সীমান্তবর্তী বিছইন্যাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম চকরিয়াউপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী গ্রামের আলী আহমদের ছেলে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে ভূমিকম্প অনুভূত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736229673-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে ভূমিকম্প অনুভূত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/07/1465982" target="_blank"> </a></div> </div> <p>ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হাতির আক্রমণে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল সোমবার রাতে পাহারা দেওয়ার সময় বন্য হাতির একটি পাল ধান ক্ষেতে নেমে পড়ে। এ সময় হাতির পালকে তাড়ানোর চেষ্টা করলে দলছুট একটি হাতি কৃষক ফরিদকে শুঁড় দিয়ে আছড়ে মেরে ফেলে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সঙ্গী হারিয়ে হাতিদের আহাজারি, শাবকটি খুঁজে বেড়াচ্ছে মাকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736224430-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সঙ্গী হারিয়ে হাতিদের আহাজারি, শাবকটি খুঁজে বেড়াচ্ছে মাকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/07/1465966" target="_blank"> </a></div> </div> <p>ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘হাতির আক্রমণে নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাটি চকরিয়ার সীমান্তবর্তী লামা উপজেলায়। নিহত ব্যক্তির বাড়ি চকরিয়ায়।’</p>