<p>গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি ফখর জামানের। ওয়ানডে খেলেছেন তারও আগে। ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই ছিল তার শেষ ম্যাচ। তবে এই ওপেনার শত ভাগ নিশ্চিত যে, তিনি আবার পাকিস্তান দলে ফিরবেন। খেলবেন ঘরের মাঠে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে। সে লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন বলেও জানান তিনি।</p> <p>ভাইপারস ভয়েসেস পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ফখর বলেন,  ‘শতভাগ নিশ্চিত, আমি আবার পাকিস্তানের হয়ে খেলব। আসলে অনেকেই জানেন না, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং চিকিৎসা সংক্রান্ত কারণে আমি ফিট ছিলাম না, তাই আমি দলের অংশ ছিলাম না।’</p> <p>তিনি আরো বলেন, ‘কিন্তু এখন আমি শত ভাগ সুস্থ, এবং আমাকে পাকিস্তানের পরবর্তী সাদা বলের সিরিজে খেলতে দেখতে পাবেন।’</p> <p>একসময় পাকিস্তানের সাদা বলের দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফখর জামান। তবে মাঝের অনেকদিন ছিলেন দলে ব্রাত্য হয়ে। তবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও দলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। আমি অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সফরে খেলিনি, তাই আমার পুরো পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করা, টুর্নামেন্টের জন্য নিজেকে শত ভাগ ফিট রাখা।’</p> <p>এছাড়া ফখর পাকিস্তান দলের আরেক ওপেনার সাইম আইয়ুবের প্রশংসা করে বলেন, সে পাকিস্তানের সব ফরম্যাটে নিয়মিত হয়ে উঠেছেন। তবে চোট তার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি বলেন, ‘আমি আশা করি এবং বিশ্বাস করি যে সে দ্রুত সুস্থ হবে, এবং আমি গতকাল ভাবছিলাম সাইমকে ফোন করে তার চোট নিয়ে কথা বলব।’</p> <p>উল্লেখ্য, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রান করে পাকিস্তানের  শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ফখর জামান। </p>