<p>কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে নাব‌্যতা সংক‌টের কার‌ণে চিলমারী-রৌমারী নৌরুটে ১৭ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।</p> <p>তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্যতার সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু হবে। ত‌বে ক‌বে নাগাদ চালু হ‌বে এ বিষ‌য়ে নি‌শ্চিত করে বল‌তে পারেননি এই কর্মকর্তা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুয়াশার সঙ্গে বৃষ্টি, কনকনে শীতে জবুথবু বেতাগীর জনজীবন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317827-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুয়াশার সঙ্গে বৃষ্টি, কনকনে শীতে জবুথবু বেতাগীর জনজীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466391" target="_blank"> </a></div> </div> <p>ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর থে‌কে পাথর‌বোঝাই ট্রাক নি‌য়ে আসা চালক আব্দুল ম‌তিন ব‌লেন, ‘ফে‌রি চলাচল যে বন্ধ সেটা জানতাম না। গত তিন দিন ধ‌রে ট্রাক নি‌য়ে রাস্তায় প‌ড়ে আছি। সম্ভবত ফে‌রি চলাচল শুরু হ‌তে দে‌রি হ‌বে। ক‌বে ফে‌রি চালু হ‌বে এ বিষ‌য়ে কিছুই বল‌তে পার‌ছে না কর্তৃপক্ষ।’</p> <p>লালম‌নিরহাট থে‌কে আসা আরেক ট্রাকচালক জা‌হিদুল ইসলাম ব‌লেন, ‘এসে দে‌খি ফে‌রি বন্ধ। এখন আবার ঘু‌রে যে‌তে হ‌বে। এতে ক‌রে বাড়‌তি খরচ হ‌বে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>বিআইডব্লিউটিএ’র উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জু‌ড়ে সমস্যা রয়েছে। সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে। পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরি রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি। দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হ‌য়ে গে‌ছে।’</p>