সারা দেশে আট জেলায় পাঁচজনকে ধর্ষণ ও আরো পাঁচজনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম ক্যাম্প সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার সদর উপজেলায় গোকুন্ডা ইউনিয়নের চড়গকুন্ডা গ্রামের ফজলুল হক (৪৮) গত ২ মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মধ্য সুলতান মাহমুদ গ্রামের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীকে ১৮ দিন ধরে ধর্ষণ ও ভিডিও ধারণ করে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ করে বলেন, ‘ফজলুল হক ও তাঁর স্ত্রী আমাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছে অনেক দিন ধরে। রাজি না হওয়ায় তারা আমাকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও করে রাখে। কাউকে এ কথা জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি এর বিচার চাই।’
বোনকে ধর্ষণের অভিযোগ : বগুড়ার ধুনট উপজেলায় নববিবাহিত কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় মা বাদী হয়ে ছেলে সুজন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ভুক্তভোগীর বড় ভাইকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন মণ্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রয়ণপল্লীর বাসিন্দা। গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
চাচার বিরুদ্ধে ভাতিজি ধর্ষণের অভিযোগ : কুমিল্লার চান্দিনায় নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতনের রেশ কাটতে না কাটতে এবার চাচার বিরুদ্ধে ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
টাকার লোভ দেখিয়ে মাদরাসা শিক্ষার্থীকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু সাঈদের (২১) বিরুদ্ধে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা।
আট বছরের শিশুকে ধর্ষণ : রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বুধবার উপজেলার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই : নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মুয়াজ্জিন গ্রেপ্তার : শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল ইসলাম (২৬) নামের একজন মুয়াজ্জিনকে গত বুধবার রাতে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ। গতকাল তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২ : লক্ষ্মীপুরে পৃথক স্থানে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় মনির হোসেন ও রিপন হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সদর মডেল থানা ও রায়পুর থানা পুলিশ তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তাড়াশে মাদরাসাছাত্র আটক : সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের বাসিন্দা ও আড়ংগাইল দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার : সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী হাজি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।