<p style="text-align:justify">মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736318595-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466396" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আজ বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন। </p> <p style="text-align:justify">তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে  ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকা ছয় চোরাচালানকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ডিএমপির তদন্ত কমিটি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317196-74a73524e6aaaf46c489fbc2ee880661.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ডিএমপির তদন্ত কমিটি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/08/1466389" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।</p>