<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় কারো মৃত্যুর খবর মেলেনি। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিদপ্তর জানায়, গতকাল হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং রংপুর বিভাগে দুজন আক্রান্ত হয়েছে। রাজশাহী ও সিলেট বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০৯ জন। আর ২১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি রোগীদের মধ্যে ১৬৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১১৮ জন।</span></span></span></span></p>