<p>অপেক্ষার অবসান। দীর্ঘ পাঁচ বছর পর আসছে ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এর নতুন সিজন। এর আগে সামনে এলো ট্রেলার। যেখানে ‘পাতাললোক ২’ যে প্রথমটির চেয়ে আরো রহস্য আর অ্যাকশনে ভরপুর হতে চলেছে, সেই আভাস মিলেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736223936-0c7ffb2cdb828a849261fbb547da5d52.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465964" target="_blank"> </a></div> </div> <p>এবার সিরিজটির রহস্য, থ্রিল আর তদন্ত চলবে নাগাল্যান্ডের মাটিতে। একজন নেতার খুন হওয়ার তদন্ত করবেন ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী ও আইপিএস অফিসার ইমরান আনসারি। ট্রেলারে দেখা যায়, প্রথম থেকেই অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে লড়াই করছেন হাতিরাম। কাজ নয়, বরং কর্মকেই তিনি আগে রাখার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই মুখোমুখি হতে হচ্ছে একের পর এক শত্রুর। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমে যাওয়ার পাত্র নন তিনি। সিনিয়র অফিসারদের সঙ্গে নাগাল্যান্ড পৌঁছে গেলেন নতুন মিশনে।</p> <p>‘এই পথেই নরক’—এমন লগলাইনের পর হাতিরাম নিজেকে এই বলে বুঝিয়ে দেন যে, ‘আমি পাতাললোকের স্থায়ী বাসিন্দা।’ </p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.youtube.com/embed/RyzVgy8JteA" width="600"></iframe></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৮ নম্বর বাস থেকে সেগুনবাগিচার ফ্ল্যাটে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736224645-15887e1736af6c03b171daf9147e6c4c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৮ নম্বর বাস থেকে সেগুনবাগিচার ফ্ল্যাটে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465969" target="_blank"> </a></div> </div> <p>অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘পাতাললোক’। দীর্ঘদিন ধরেই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা। এবারও হাতিরাম চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ। আরো আছেন ইশাক সিং, গুল পানাগ, তিলোত্তমা শোম, নাগেশ কুকুনুরসহ অনেকে। তবে আগের সিজনে অভিনয় করা কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবার নেই। আট পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অরুণ ধাওয়ার, প্রযোজনা করেছেন সুদীপ শর্মা।</p>