<p>বাগদান সেরেছেন হলিউডের ‘স্পাইডার ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডায়া। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি তারা। তবে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে দুই তারকার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম ও জেন্ডায়ার বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবস রেড কার্পেটে হাজির হন হলিউড অভিনেত্রী জেন্ডায়া। সেখানেই তার হাতের অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি চোখে পড়ে সবার। আর যায় কোথায়! মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাগদান সেরেছেন ‘চ্যালেঞ্জার্স’খ্যাত অভিনেত্রী জেন্ডায়া ও স্পাইডারম্যানখ্যাত টম হল্যান্ড!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736312659-d317c75f8316d37650e1b9808122a754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466372" target="_blank"> </a></div> </div> <p>দুজনের বাগদানের খবরটি নিশ্চিত করেছে সেলিব্রেটি নিউজ সাইট ‘টিএমজেড’।  টিএমজেডের প্রতিবেদন অনুসারে, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন।</p> <p>এদিকে, ভক্তদের মাঝেও টম-জেন্ডায়ার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না বলে জানিয়েছে এই তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র। দুজনে প্রথমে তাদের বাগদান উপভোগ করতে কিছুটা সময় নিতে চান। পিপল ম্যাগাজিনকে সেই ঘনিষ্ট সূত্র জানায়, ‘দুজন আপাতত সবকিছু উপভোগ করছে এবং বিয়ের জন্য কোনো তাড়াহুড়ো নয়। তারা কাজের প্রকল্প নিয়ে ব্যস্ত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310058-9df9467592929e57378f9cc3e1beb630.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466363" target="_blank"> </a></div> </div> <p>২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ মুক্তির পর থেকে প্রেম করছেন এই জুটি। অবশ্য তারা নিজেরা কখনই এ বিষয়ে কথা বলেননি। তবে ২০২১ সালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি অফিসিয়ালি স্বীকার করেন তারা।</p>