<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জীবনের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এখনো বিয়ে করে সংসারী হননি। তবে অভিনেতার জীবনে প্রেম এসেছে বহুবার। বর্তমানে মজে আছেন মডেল ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে। ২০২৩ সালের আগস্ট থেকে চলছে তাঁদের প্রেম। তবে এই প্রেমকেও আনুষ্ঠানিক পূর্ণতা দিতে আগ্রহী নন ডিক্যাপ্রিও। কারণ তিনি গত্বাঁধা বিয়েতে বিশ্বাস করেন না। অভিনেতার এক ঘনিষ্ঠজন পিজ সিক্সকে জানিয়েছে, ডিক্যাপ্রিও নিজেকে পতি হিসেবে দেখতে চান না। সূত্রের মতে, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিয়ের মাধ্যমে সম্পর্ককে পূর্ণতা দিতে হবে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমনটা মনে করেন না লিও। সেরেটির সঙ্গে সময় কাটাতে তাঁর ভালো লাগে। কিন্তু নিজের মধ্যে পতি সত্তা দেখেন না লিও।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কিছু দিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, সেরেটির সঙ্গে বাগদান সেরেছেন ডিক্যাপ্রিও। সেরেটির হাতে আংটি দেখে অনেকেই ভেবেছিল, লিও এবার সংসারী হবেন। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ২০২২ সাল থেকেই ওই আংটি পরে আসছেন সেরেটি। প্রসংগত, এর আগে ব্রাজিলিয়ান মডেল জিসেল বুন্দচেন, ইসরায়েলি মডেল বার রাফায়েলি, জার্মান মডেল টনি গার্ন ও আমেরিকান মডেল ক্যামেলিয়া মরোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ডিক্যাপ্রিও।</span></span></span></span></span></p> <p> </p>