<p>মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে নুহাশ হুমায়ূনের ‘২ষ’। নুহাশ পরিচালিত আলোচিত সিরিজ ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’। এবারের গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান। দ্বিতীয় সিজনে চার সপ্তাহে মুক্তি পাবে চারটি নতুন গল্প। এগুলো হলো–‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। এরই মধ্যে প্রথম তিনটি পর্ব মুক্তিও পেয়েছে আর ব্যাপক সাড়াও ফেলেছে। এবার মুক্তির অপেক্ষায় চতুর্থ পর্ব ‘বেসুরা’। আর এই পর্বে সবচেয়ে বড় চমক অভিনেত্রী সুমাইয়া শিমু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736223936-0c7ffb2cdb828a849261fbb547da5d52.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রাণ গেল ২ ভক্তের, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465964" target="_blank"> </a></div> </div> <p>সোমবার (৬ জানুয়ারি) চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র ট্রেলার। স্বাভাবিকভাবেই সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে, এ পর্বে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এবং সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ‘বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটিতে অভিষেক হলো বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রেলারেই ঝড়ের পূর্বাভাস ‘পাতাললোক’-এর, আসছে দ্বিতীয় সিজন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736228858-b7fc4d24bc61ccf359bf57afaa6d27a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রেলারেই ঝড়ের পূর্বাভাস ‘পাতাললোক’-এর, আসছে দ্বিতীয় সিজন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465981" target="_blank"> </a></div> </div> <p>ট্রেলার শুরু হয় সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। যা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেওয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীত সাধক। এর পরেই শোনা যায় ডাইনির কথা। ট্রেলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থায়ও দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক কী? সেটা জানা যাবে ৮ জানুয়ারি রাত ১২টা থেকে। সেদিন চরকিতে প্রকাশ পাবে ‘বেসুরা’। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ‘২ষ’ সিরিজ।</p> <p>ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকিও ভালো প্ল্যাটফরম। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’</p> <p>এর আগে পরিচালক নুহাশ হুমায়ূনের অনবদ্য সৃষ্টি এই সিরিজের প্রকাশ পাওয়া তিনটি পর্ব দর্শক মহলে বেশ হৈচৈ ফেলে দিয়েছে। ভৌতিক আবহে গা ছমছমে গল্পে বেশ মেতেছেন দর্শকরা। চতুর্থ পর্ব বেসুরায় আরো অভিনয় করেছেন মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশগুপ্তা প্রমুখ।</p>