<p style="text-align:justify">শেখ হাসিনার টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে দেখার সুযোগ পাবেন গণমাধ্যমকর্মীরা। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।</p> <p style="text-align:justify">রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।</p> <p style="text-align:justify">শেখ হাসিনার পাপাচারের শেষ নেই বলে মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘আমাদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতার নিয়ে কাজ করছি। আপনারা জানেন গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করব। আপনারা দেখতে পাবেন কী ভয়াবহভাবে আটকে রাখা হতো।’</p>