<p style="text-align:justify">হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৯টায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মিজান গাজী ও মাহফুজ। দুইজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে। বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। আজ সকাল ৯টার দিকে সেখানে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই প্রকৌশলীসহ দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। </p> <p style="text-align:justify">বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা গেছে। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।</p>