<p>বাংলাদেশ জামায়াতে ইাসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংবিধানে কোরআন-সুন্নাহর আইন চালু করতে হবে। পাশাপাশি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।</p> <p>ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ডেমরা থানা কমিটির উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে সারুলিয়া গরুর হাট মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি আরো বলেন, আজও জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। এদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে আবারও দলের নেতাকর্মীরা মাঠে নেমে আন্দোলন করবে, শহীদ হবে। </p> <p>সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সাধারণ সম্পাদক ড. মু. শফিকুল ইসলাম মাসুদ ও সহ-সম্পাদক মো. কামাল হোসাইন।</p> <p>সম্মেলনে বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে জামায়াতে ইসলামী দখলদারি, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে এদেশের মানুষ ক্রমেই ইসলামের দিকে আসছে যা অব্যাহত রয়েছে।</p> <p>অন্য বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর একটি দল যে পরিমাণ চাঁদাবাজি শুরু করেছে তা মিডিয়ায় প্রকাশ হলে তারা মুখ দেখাতে পারবে না। তাদের কুকর্ম শতভাগ উন্মোচিত হলে মুখের কথা বন্ধ হয়ে যাবে।    </p> <p>উল্লেখ্য, বিগত ২০ বছর পর রাজধানীর ডেমরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মী সম্মেলনে জনতার ঢল নেমেছে। এদিন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মনে ব্যাপক উৎসাহ সঞ্চার হয়েছে। বিগত দিনে হাসিনা সরকারের ব্যাপক দমনপীড়নের কারণে রাজধানীর ডেমরায় বিগত ২০ বছর কোনো সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় অসীন হওয়ার পর থেকেই দলটির ওপর বিভিন্ন মিথ্যা অভিযোগে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের কারণে তারা অন্তরালে ছিলেন। এ সময় বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলায় জামায়াত নেতা কিংবা সমর্থকদের পালিয়ে বেড়াতে হয়েছে।</p> <p>এ বিষয়ে ডেমরা থানা জামায়াতের আমির মোহাম্মদ আলী বলেন, দেশের মানুষ এখন আর দুর্নীতিবাজ, লুটেরা, পাচারকারী এবং চাঁদাবাজি সরকার দেখতে চায় না। আগের থেকে ডেমরায় আমাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়েছে। এ ছাড়া ২০ বছর পর আমরা আবারো স্বাধীন হয়েছি। তাই এখন স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি।</p>