<p>মিয়ানমারের রাখাইন ছেড়ে নৌকায় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন ৩৬ জন রোহিঙ্গা নাগরিক। রবিবার (৫ জানুয়ারি) সাবরাং মুন্ডার ডেইল মেরিন ড্রাইভসংলগ্ন ঘাট থেকে তারা কূলে ওঠেন। পরে তাদের বিজিবি হেফাজতে রাখা হয়। রবিবার রাতেই তাদের স্বদেশে প্রত্যাবর্তনের কথা জানায় বিজিবি।</p> <p>৩৬ জন রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ২১ জন পুরুষ, পাঁচ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। </p> <p>টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, রবিবার দুপুরের দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রোহিঙ্গাদের একটি দল সাবরাং মুন্ডার ডেইল এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল তাদের অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করে। তাদের মিয়ানমার প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান।</p> <p>আশিকুর রহমান আরো বলেন, মিয়ানমারের রাখাইনে উদ্ভুত পরিস্থিতিতে নাফ নদের সীমান্তে এবং বঙ্গোপসাগরের একাধিক পয়েন্টে বিজিবি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে রোহিঙ্গাসহ যেকোনো গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে এবং অস্ত্র ও মাদক পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ জন্য সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি নাফ নদে নৌ টহল বাড়ানো হয়েছে।</p> <p>সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, দুপুরের দিকে মিয়ানমার থেকে নৌকায় আসা রোহিঙ্গাদের একটি দল মুন্ডার ডেইল ঘাটে নামে। সেখানে তারা বিজিবির বাধায় লোকালয়ে ঢুকতে পারেনি। পরে তাদের বিজিবি হেফাজতে রাখা হয়। এ সময় রোহিঙ্গা বোঝাই আরো একটি নৌকা সাগরে ভাসতে দেখেছে বলে জানান স্থানীয় জেলেরা।</p> <p>৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ওই দিন বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের অভ্যন্তরীণ সংঘাতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা ব্যক্ত করেন। আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি।</p>