<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। তাদের মধ্যে ২১ জন পুরুষ, পাঁচজন নারী ও ১০টি শিশু রয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে সাবরাং মুন্ডার ডেইল মেরিন ড্রাইভসংলগ্ন ঘাট থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের মায়ানমারের দিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রবিবার দুপুরের দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রোহিঙ্গাদের একটি দল সাবরাং মুন্ডার ডেইল এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো জানান, মায়ানমারের রাখাইনে উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদের সীমান্তে এবং বঙ্গোপসাগরের একাধিক পয়েন্টে বিজিবি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে রোহিঙ্গাসহ যেকোনো গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে এবং অস্ত্র ও মাদক পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ জন্য সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি নাফ নদেও নৌ টহল জোরদার করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম জানান, রবিবার দুপুরের দিকে রোহিঙ্গাদের একটি দল মুন্ডার ডেইল ঘাট দিয়ে অনুপ্রবেশ করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ওই দিন বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মায়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের অভ্যন্তরীণ সংঘাতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা ব্যক্ত করেন। এ ছাড়া আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান।</span></span></span></span></p>