<p>ঝিনাইদহের একটি পুরস্কার বিতরণের একই মঞ্চে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। নেটিজেনরা প্রশ্ন, স্বৈরাচার আওয়ামী লীগের এই নেতাকে তাহলে বিএনপির এই নেতা পৃষ্ঠপোষকতা করছেন।</p> <p>জানা যায়, ঝিনাইদহের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (৫ জানুয়ারি) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। সেই সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা।</p> <p>আনিছুর রহমান খোকার ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে মনা বলেন, আওয়ামী লীগ নেতা খোকা ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ। মঞ্চে তার উপস্থিতি দোষের কিছু না।</p> <p>জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরাইরা কালের কণ্ঠকে বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনিছুর রহমান খোকাকে রাখা ঠিক হয়নি। এখন থেকে জেলা প্রশাসকের অধীনে সব সরকারি অফিসে জানিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের দোসররা যেন কোনো অনুষ্ঠানে উপস্থিত না থাকে।</p>