<p>সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এমন একটি এলাকায় রবিবার বিস্ফোরণ ঘটেছে, যেখানে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের সরকারের ব্যবহৃত অস্ত্র গুদাম ছিল। দেশটির একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।</p> <p>সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দক্ষিণ দামেস্কের কিসওয়েহ এলাকায় বিস্ফোরণগুলো ইসরায়েলি বিমান হামলার ফল হতে পারে। তবে জেরুজালেমে এএফপিকে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই স্থানে কোনো হামলা চালায়নি।  </p> <p>ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি বলেছে, রাজধানীর বিস্তৃত অঞ্চলজুড়ে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। বিস্ফোরণগুলো কিসওয়েহ শহরের কাছে সাবেক শাসক বাহিনীর গোলাবারুদের গুদামে ঘটেছে, যা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736074958-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/05/1465240" target="_blank"> </a></div> </div> <p>ইসরায়েল প্রতিবেশী সিরিয়ায় তাদের অভিযানের বিষয়ে সচরাচর মন্তব্য করে না। গত মাসে ইসলামপন্থী বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তারা দেশটির সামরিক স্থাপনাগুলোতে শত শত বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা অস্ত্র শত্রুদের হাতে পড়া ঠেকানোর চেষ্টা করছে।</p> <p>অবজারভেটরি সর্বশেষ জানিয়েছিল, শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান আলেপ্পো অঞ্চলে বর্তমানে বিলুপ্ত সিরীয় সেনাবাহিনীর স্থাপনায় আঘাত হেনেছে।  </p> <p>ডিসেম্বরের শেষের দিকে অবজারভেটরি জানিয়েছিল, দামেস্কের উত্তরে আদরা এলাকায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। এটিও সম্ভবত ইসরায়েলি হামলার ফল বলে উল্লেখ করেছিল তারা। তবে ইসরায়েল এর সঙ্গে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।</p>