<p>সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। স্থানীয় সময় গতকাল রবিবার সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এই ঘোষণা দেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে বলে জানানো হয়।</p> <p>এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার ( ১.৬৫  সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যমান রাষ্ট্রীয় সংস্থান ও আঞ্চলিক সহায়তা, নতুন বিনিয়োগ এবং বিদেশে রক্ষিত সিরিয়ার সম্পদগুলো মুক্ত করার প্রচেষ্টার সংমিশ্রণের মাধ্যমে এই অর্থায়ন করা হবে।</p> <p>সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, ‘(এটি) দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।’</p> <p>তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে। এই পদক্ষেপগুলো সিরিয়ার নতুন তত্ত্বাবধায়ক সরকারের ১৩ বছরের সংঘাত এবং নিষেধাজ্ঞার পরে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য একটি বিস্তৃত কৌশলের অংশ। </p> <p>সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের ফলে তারল্য চ্যালেঞ্জের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ার মুদ্রা, তবে এর মূল্য অনেক কমে গেছে। নতুন সরকারকে আঞ্চলিক ও আরব দেশ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে মন্ত্রী জানান। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বর্তমানে পর্যাপ্ত তহবিল রয়েছে আগামী কয়েক মাসের অর্থায়নের জন্য।</p> <p>সূত্র : রয়টার্স</p>