<p>উচ্চারণ : ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দ্বি-নিক।</p> <p>অর্থ : হে অন্তরের মালিক, আপনি আমার অন্তরকে দ্বিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন।</p> <p>সূত্র : শাহর ইবনে হাওশাব (রহ.) বলেন, আমি উম্মে সালামহ (রা.)-কে বললাম, হে মুমিন জননী! আল্লাহর রাসুল (সা.) যখন আপনার কাছে অবস্থান করতেন, তখন কোন দোয়া বেশি বেশি পড়তেন। তিনি বলেন, রাসুল (সা.) বেশির ভাগ সময় এই দোয়া বেশি পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৫২২)</p> <p> </p>