<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে বসুন্ধরা কিংসকে তাদের চেনা রূপে দেখা যাচ্ছে না। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশের ফুটবলে প্রায় অজেয় হয়ে ওঠা দলটি যেন এ মৌসুমে পথ হারিয়ে ফেলেছে। </p> <p>মোহামেডান ও আবাহনীর বিপক্ষে হারের পর প্রথম পর্বেই অনেকটা পিছিয়ে পড়েছে কিংস। আজ নিজেদের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রায় হারের মুখ থেকে শেষ মুহূর্তে মজিবর রহমান জনির গোলে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে তারা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জনির ওই গোলের সুবাদে কোনোভাবে ১ পয়েন্ট অর্জন করতে পেরেছে কিংস। </p> <p>শক্তিমত্তার দিক থেকে ব্রাদার্স ইউনিয়নের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মাঠের খেলায় কিংসের খেলোয়াড়দের মধ্যে তেমন বোঝাপড়া দেখা যায়নি। রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার অধীনে জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ দলটি ছন্নছাড়া মনে হয়েছে। </p> <p>গত মৌসুমে ব্রাজিলিয়ান তারকা রবসন দা সিলভা ও দরিয়েলতন গোমেজের জুটি কিংসকে টেনে নিয়েছিল। কিন্তু এবার এই দুজনের অভাব যেন স্পষ্ট। নতুন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা ও জোনাথন ফার্নান্দেজ থাকলেও তারা এখনও নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রাদার্সের বিপক্ষে দুজনই গোলের সুযোগ নষ্ট করেছেন, যা দলের জন্য হতাশাজনক।</p> <p>ব্রাদার্সের হয়ে ৩৮ মিনিটে সেনেগালের ফুটবলার চেক সেনে দারুণ এক গোল করেন। কৌশিক বড়ুয়ার ক্রসে বল বুক দিয়ে নামিয়ে চমৎকার দক্ষতায় গোলটি করেন সেনে। এটি এবারের প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হতে পারে। </p> <p>তবে ব্রাদার্সের সবচেয়ে বড় অবদান রাখেন তাদের গোলকিপার ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। জাতীয় দলের সাবেক এই গোলকিপার, যিনি এবার ক্যারিয়ারের শেষ মৌসুমে খেলছেন, কিংসের ফরোয়ার্ডদের জন্য যেন অপ্রতিরোধ্য দেয়ালে পরিণত হয়েছিলেন। জোনাথনের দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন আশরাফুল। সোহেল রানা সিনিয়রের একটি দূরপাল্লার শটও অসাধারণ দক্ষতায় ঠেকান তিনি। নিজের সেরা ফর্মেই বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ গোলকিপার।</p> <p>পিছিয়ে পড়ার পর কিংস ব্রাদার্সের ওপর চাপ সৃষ্টি করলেও তাদের রক্ষণভাগ দৃঢ়তায় টিকে ছিল। সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, আলমগীর মোল্লা ও মোহাম্মদ দিয়েরা মিলে কোনো বড় বিপদ হতে দেয়নি।</p> <p>তবুও শেষ পর্যন্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মজিবর রহমান জনি একমাত্র সুযোগ কাজে লাগিয়ে দলকে হার এড়াতে সাহায্য করেন। তার হেডটি এতটাই নিখুঁত ছিল যে আশরাফুল ঠেকানোর কোনো সুযোগই পাননি। </p> <p>৫ ম্যাচে ২ জয়, ২ হার ও ১ ড্র নিয়ে কিংসের সংগ্রহ এখন ৭ পয়েন্ট, পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। তবে এই অবস্থানও নড়বড়ে, কারণ শনিবার বাংলাদেশ পুলিশ দল জিতলে তারা কিংসকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে। অন্যদিকে, মোহামেডান ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।</p>