<p>নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় নথিপত্রসহ তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।</p> <p>সংগঠনটির রূপগঞ্জ থানা সভাপতি (পিএবি) জিদান মোল্লা বলেন, ‘শনিবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পিএবি)-এর প্রধান কার্যালয়ে কে বা কারা এ আগুন লাগায় বলে ধারণা করা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735364737-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশে ফিরছেন কায়কোবাদ, লক্ষাধিক নেতাকর্মী জড়ো হচ্ছেন বিমানবন্দরে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462236" target="_blank"> </a></div> </div> <p>পিএবির দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ফলে অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই অফিস শুধু একটি সাধারণ সংগঠন অফিস ছিল না। এটি ছিল রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু।</p> <p>স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে শনিবার মধ্যরাতে আগুন লাগানো হয়েছে। আমরা শুনে আগুন নেভানোর চেষ্টা করি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735362583-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462230" target="_blank"> </a></div> </div> <p>নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার এএসপি (গ) সার্কেল মেহেদী ইসলাম বলেন, ‘এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>