<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার কুর্দি যোদ্ধারা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে, নয়তো তাদের কবর দেওয়া হবে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সিরিয়ার যোদ্ধা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর চলমান দ্বন্দ্বের মধ্যেই গত বুধবার এই হুমকি দেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৮ ডিসেম্বর আসাদের পতনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে জোর দিয়ে আসছে তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ায় এই গোষ্ঠীর জায়গা হবে না বলেও মন্তব্য করেছে দেশটি। সিরিয়ায় ক্ষমতার পালাবদলে সশস্ত্র্র কুর্দিরা দলগুলো কোণঠাসা হয়ে পড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্লামেন্টে নিজ দল একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশে এরদোয়ান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে, নয়তো অস্ত্রসহ তাদের সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যে সন্ত্রাসী সংগঠন আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের প্রাচীর বানাতে চাচ্ছে, সেই সংগঠনকে আমরা নির্মূল করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়াইপিজিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান অংশ এবং নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিকেকে পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ওয়াইপিজিকে সমর্থন দেওয়া বন্ধ করতে আংকারা তার ন্যাটোর মিত্র ওয়াশিংটন ও অন্যদের প্রতি আহবান জানিয়ে আসছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর সিরিয়া ও ইরাকে ওয়াইপিজি-পিকেকের ২১ যোদ্ধাকে হত্যা করেছে সশস্ত্র বাহিনী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসডিএফ কমান্ডার মজলুম আবদি গত সপ্তাহে প্রথমবারের মতো সিরিয়ায় পিকেকে যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেন। তিনি বলেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছে পিকেকের যোদ্ধারা। তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হলে তারা দেশে ফিরে যাবে। তবে পিকেকের সঙ্গে সাংগঠনিক সম্পর্কের কথা অস্বীকার করেছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরদোয়ান বলেছেন, শিগগিরই সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট খুলতে যাচ্ছে তুরস্ক। আগামী বছরের গ্রীষ্মে সীমান্তে জনসমাগম বাড়ার প্রত্যাশা করছে আংকারা। কারণ সিরীয় অভিবাসীরা তাদের বাড়ি ফিরতে শুরু করেছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p>