<p>অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। এ কারণে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার।  </p> <p>২০২১-২২ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে সিরাজ ছিলেন ভারতের জয়ের অন্যতম নায়ক। ওই সফরে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতকে ঐতিহাসিক সিরিজ জয়ে সাহায্য করেছিলেন তিনি। তবে এবারের সফরে এরই মধ্যে সমান সংখ্যক উইকেট নিলেও তার বোলিংয়ে পুরনো ধার দেখা যাচ্ছে না বলে মনে করছেন গাভাস্কার। বিশেষ করে নতুন বলে তেমন প্রভাব ফেলতে পারছেন না এই ডানহাতি পেসার।  </p> <p>মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে সিরাজের বোলিং ছিল একেবারেই নিষ্প্রভ। ২৩ ওভারে ১২২ রান দিয়ে তিনি কোনো উইকেট নিতে পারেননি। তার এমন পারফরম্যান্সই গাভাস্কারকে ভাবিয়েছে। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, সিরাজকে বিশ্রামের জন্য নয়, বরং বাদ দেওয়ার কথা বলতে হবে। এতে নিজের খেলার উন্নতির তাগিদ অনুভব করবে সে।  </p> <p>গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় সিরাজকে সাময়িকভাবে বাদ দেওয়া উচিত। তাকে সোজাসাপটা জানাতে হবে যে পারফরম্যান্স প্রত্যাশার নিচে থাকায় তাকে বাইরে রাখা হচ্ছে। বিশ্রামের কথা বললে ভুল ধারণা হতে পারে। খেলোয়াড়রা ভাবতে পারে, তাদের উন্নতির দরকার নেই।’  </p> <p>চলমান সিরিজে ওভারপ্রতি ৪.০৭ রান দিয়ে সিরাজ এখন পর্যন্ত সবচেয়ে খরুচে বোলার। সিডনি টেস্টে সিরাজকে বাদ দিয়ে প্রাসিধ কৃষ্ণা এবং হার্শিত রানাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।  </p> <p>তিনি বলেন, ‘সহায়ক পিচেও সিরাজ প্রত্যাশিত মানের বোলিং করতে পারছে না। তাই পরিবর্তন আনতে হবে। বুমরাহকে সঙ্গ দিতে প্রাসিধ ও হার্শিতকে দলে নিন, যে করেই হোক, এটা করুন।’</p>