<p>সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদীপ্তা দাস কেকা (২৬) নামের এক কণ্ঠশিল্পী আত্মহত্যা করেছেন। কেকা শাহজাদপুর পৌর সদর চালা শাহজাদপুর (সাহাপাড়া) মহল্লার বাসুদেব দাসের মেয়ে। তিনি এবার শাহজাদপুর সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমার শো অনেক উপস্থাপকই খেয়ে দিয়েছেন’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735137322-40c54ad7564fb1b7b61e59cac2828011.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমার শো অনেক উপস্থাপকই খেয়ে দিয়েছেন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461286" target="_blank"> </a></div> </div> <p>কেকার পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাত্ কেকা অসুস্থ বোধ করলে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানেও কেকার অবস্থার আরো অবনতি হলে তাকে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ওই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকেলে পথেই তিনি মারা যান।</p> <p>শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, প্রেমঘটিত ব্যাপারে কেকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।</p>