<p style="text-align:justify">যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে। তারা কি এই দেশের রাজনীতি করার অধিকার রাখে? বলে প্রশ্ন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, শেখ হাসিনা ছিল ভারতের সেবাদাসী : ডা. শফিকুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735190849-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, শেখ হাসিনা ছিল ভারতের সেবাদাসী : ডা. শফিকুর</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461514" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এখন অনেকে সুখের স্বরে জিজ্ঞেস করেন তারা নির্বাচনে আসবে কি? আমি বলি, স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে। তারা কি এই দেশের রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735190329-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461511" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">জামায়াত আমির বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছেন, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ট।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এদেশের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের অর্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="পদ্মায় জেলের জালে ১১ কেজির বাঘাইড়, মূল্য কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735189135-76b9716f91281ba5982e5eebc8257adb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">পদ্মায় জেলের জালে ১১ কেজির বাঘাইড়, মূল্য কত?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461508" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এ দেশকে ভালোবাসি, এদেশ গড়তে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই যেখানে দুর্নীতিবাজ দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় চলতে পারবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্যের দিক থেকে, ন্যায় বিচারের দিক থেকে একটি দেশ এবং জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সচিবালয়ের ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735188575-f40981eb49aa6ca0863a3be195f48713.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সচিবালয়ের ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/26/1461505" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">পথসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আজকের নামাজের সময়সূচি, ২৬ ডিসেম্বর ২০২৪" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735188732-e9ef1ea77adffe6a99fbcfe8d78e1f6e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আজকের নামাজের সময়সূচি, ২৬ ডিসেম্বর ২০২৪</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/12/26/1461506" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন,  খুলনা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।</p>