<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মীয় সংখ্যালঘু-সংখ্যাগুরুর নামে বিভাজন আমরা মানি না। এ দেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক। মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, নাগরিক অধিকারের ভিত্তিতে আমরা সকলেই সমান।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় খুলনার কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">জামায়াত আমির বলেন, ‘যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনো দুষ্কৃতকারীকে এ দেশে কোনো মতলব হাসিল করতে দেব না। আমাদের দেশে কোনো মেজরিটি, মাইনরিটি নেই। এ দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। একদল দুষ্টু চক্র জাতিকে টুকরা টুকরা করার জন্য, জাতিকে ভাগ করার জন্য বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে৷ কিন্তু জনগণ তাদের ফাঁদে আর পা দেবে না। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই।’</p> <p style="text-align:justify">বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “ব্যাংক, বীমা ও আর্থিক খাত লুটেপুটে শেষ করে দিয়ে দেশের মানুষের গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। পালায় কারা? সন্ত্রাসী-অপরাধীরা। যারা দেশকে ভালোবাসে, তারা পালায় না। গালভরা বুলি দিয়েছিলেন সেই চোর-ডাকাতের লিডার, ‘আমি অমুকের মেয়ে, আমি পালাব না’।”</p> <p style="text-align:justify">জামায়াতের আমির আরো বলেন, ‘তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন, তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন।’</p> <p style="text-align:justify">কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।</p>