<p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালেদ হাসানের নিখোঁজ থাকা চার দিনের কোনো কিছুই পুরোপুরি মনে নেই বলে দাবি করেছেন তিনি।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এ সময় তার সাথে তার বাবা লুৎফর রহমান উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">লুৎফর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “খালেদের ওপর ‘জিনের আছর’ থাকতে পারে বলেও আশঙ্কা করি। এর আগেও ‘দু-একবার’ খালেদ এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল। সর্বশেষ খালেদ নবম বা দশম শ্রেণিতে থাকা অবস্থায় এমন পাঁচ ছয় দিনের জন্য নিখোঁজ হয়েছিল।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমলাতন্ত্র ভাঙতে না পারলে মাসুল দিতে হবে জীবন দিয়ে : আরিফ সোহেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735218378-b4046936b7562d3298bb7fc52b2dfeff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমলাতন্ত্র ভাঙতে না পারলে মাসুল দিতে হবে জীবন দিয়ে : আরিফ সোহেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461653" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লুৎফর রহমান বলেন, ‘নবম বা দশম শ্রেণিতে থাকাকালীন সে একবার এ রকম নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে কয়েক দিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাইনি।’</p> <p style="text-align:justify">ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আগামী শনিবার আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর তার মানসিক অবস্থার বিষয়ে আরো জানা যাবে।</p> <p style="text-align:justify">ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এত দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খালেদ বলেন, ‘ডাকসু নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াব কি না, সেটি এখনো ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে, এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনো কোনো প্ল্যান নেই।’</p>